Site icon Jamuna Television

সংকট কাটাতে দেশে আসবে ৭ লাখ ব্যাগ স্যালাইন: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক । ফাইল ফটো

হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই, তবে এডিস মশা নিধনে স্থায়ী কার্যকর ব্যবস্থা না নিলে সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এক জাতীয় কনফারেন্সের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির ফলে অতি দারিদ্র্যের হার এখন ৫-৬ শতাংশ। দেশের ৬৩ জেলাতেই ডেঙ্গু রোগী পাওয়া গেছে জানিয়ে এডিস মশা নিধনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। জানান, স্যালাইনের সংকট কাটাতে দ্রুতই দেশে আসবে ৭ লাখ ব্যাগ স্যালাইন।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ আন্তর্জাতিক দাতা সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ চিকিৎসকগণ অংশ নেন। এ সময়, সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে দেশে বাল্যবিবাহ ও শিশুমৃত্যুর হার দুইই কমেছে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এটিএম/

Exit mobile version