Site icon Jamuna Television

ইতালিকে হারিয়েছে রোনালদো বিহীন পর্তুগাল

উয়েফা নেশন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল ১-০ গোলে হারিয়েছে ইতালিকে। ম্যাচের একমাত্র গোলটি করেন সেভিয়ার ফরোয়ার্ড আন্দ্রে সিলভা।

পর্তুগালের লিসবনের স্টাডিও দ্যা লুসে ম্যাচের শুরু থেকে ইতালি শিবিরে আক্রমণের পসরা সাজায় পর্তুগাল। ব্রুমা, কারভালহোদের আক্রমণগুলো খুঁজে পাচ্ছিল না প্রতিপক্ষের জাল। অবশেষে, ম্যাচের ৪৮ মিনিটে ভাঙে ‘ডেডলক’। ব্রুমার পাস থেকে গোল করেন আন্দ্রে সিলভা। ম্যাচের বাকি সময় আক্রমণ হলেও আর গোল করতে পারেনি পর্তুগাল, ইতালি কেউই। আর তাতেই ১-০’র জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক পর্তুগিজরা।

এছাড়া, ভিন্ন ম্যাচে সুইডেনকে ২-৩ গোলে হারিয়েছে তুরস্ক। আর স্কটল্যান্ড ২-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version