Site icon Jamuna Television

হেসে খেলে বলিভিয়াকে হারালো মেসিবিহীন আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বলিভিয়ার লা পাজ শহরে পৃথিবীর সবচেয়ে উঁচু স্টেডিয়ামে আতিথ্য নেয় আর্জেন্টিনা। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টাইন ফুটবলারদের ওপর চড়াও হয় স্বাগতিকরা। একের পর এক ফাউলের বাঁশি বাজাতে হয় রেফারিকে। তবে এর মাঝেও আলবিসেলেস্তেরা লিড নেয় ৩১ মিনিটে। ডি মারিয়ার অ্যাসিস্টে আর্জেন্টিনাকে এগিয়ে নেন এনজো ফার্নান্দেজ।

৩৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে রবার্তো ফার্নান্দেজ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বলিভিয়া। সুযোগ কাজে লাগায় আর্জেন্টিনা। ৪২ মিনিটে ডি মারিয়ার নেয়া ফ্রি কিক থেকে দারুণ হেডে বিশ্ব চ্যাম্পিয়নদের লিড দ্বিগুণ করেন লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। এরপর ৮৩ মিনিটে ফরোয়ার্ড নিকোলাস গনসালেস স্কোর শিটে নাম তুললে ৩-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

/এমএন

Exit mobile version