Site icon Jamuna Television

পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ মিনিটে মারকিনিয়োসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর আতিথ্য নেয় ব্রাজিল। বল পজেশন, আক্রমণ সবকিছুতেই আধিপত্য দেখায় সেলেসাওরা। ম্যাচের ২৯ মিনিটে দারুণ হেডে গোলও করেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। কিন্তু বিল্ডআপে তার অন্য সতীর্থ অফসাইড হওয়ায় গোলটি বাতিল করে ভিএআর।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিলে ব্রাজিল। কিন্তু কিছুতেই মিলছিল না কাঙ্ক্ষিত সাফল্য। ম্যাচের ভাগ্য যখন নিশ্চিত ড্র মনে হচ্ছিল, ঠিক তখন ইনজুরি সময়ে নেইমারের নেয়া কর্নার থেকে ডিফেন্ডার মারকিনিয়োসের গোলে জয় নিশ্চত করে ব্রাজিল।

/এমএন

Exit mobile version