Site icon Jamuna Television

ডিবি অফিসে হিরো আলমের মধ্যাহ্নভোজ, ‘আমাদের খালি আলু ভর্তা-ডাল-ভাজি দিছেন’

আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। সঙ্গীসাথীসহ করলেন মধ্যাহ্নভোজ। খোঁচা দিলেন খাবারের মেন্যু নিয়েও।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। তখন ধারণ করা একটি ভিডিও ক্লিপে মধ্যাহ্নভোজ করতে দেখা যায় হিরো আলমকে। তাকে বলতে দেখা গেছে, এটা ঠিক না। দু’রকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? নেতা আসলে অনেক কিছু খেতে দিছেন, আমাদের খালি আলু ভর্তা, ডাল, ভাজি দিছেন, মাছ দিছেন।

এ সময় হিরো আলমের সঙ্গীরা তার কথা সায় জানান। জানা যায়, কে বা কারা হিরো আলমকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই ডিবি কার্যালয়ে যান তিনি।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে আমার (হিরো আলম) কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

Exit mobile version