Site icon Jamuna Television

মরক্কোয় ভূমিকম্প: মৃতের সংখ্যা ছাড়ালো ৩ হাজার

মরক্কোয় আরও বহু প্রাণহানির আশঙ্কা। ছবি: রয়টার্স

মরক্কোয় জোরালো ভূমিকম্পে ৩ হাজার ছাড়ালো প্রাণহানি। আহত সাড়ে ৫ হাজারের বেশি। নিখোঁজদের সন্ধানে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা। খবর রয়টার্স ও বিবিসির।

সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসছে নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা। ধ্বংসস্তূপ সরাতে দুর্গত এলাকাগুলোয় পৌঁছাচ্ছে ভারি ও আধুনিক উদ্ধার সরঞ্জাম। মিত্র দেশগুলোর স্বেচ্ছাসেবীদের সাথে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড। জীবিত উদ্ধার হওয়াদের বেশিরভাগের অবস্থা সংকটাপন্ন। তাদের প্রয়োজনীয় চিকিৎসাও দেয়া যাচ্ছে না। এখনও খোলা আকাশের নীচে লাখো বাস্তুচ্যুত।

জাতিসংঘের দাবি, ভূমিকম্পে মারাকেশ এবং এটলাস পার্বত্য এলাকায় ক্ষতিগ্রস্ত ৩ লাখের বেশি মানুষ। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার জানায়, এই দুর্যোগে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৯০০ জনেরও বেশি লোকের।

ইউনিসেফ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করেছে, যে তালিকায় রয়েছে একলাখের মতো শিশু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র তথ্য অনুসারে, শুক্রবার মধ্যরাতে ৬ দশমিক ৮ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয় মরক্কোয়।

/এএম

Exit mobile version