Site icon Jamuna Television

চিকিৎসা না হলে খালেদা জিয়ার হাত-পা অবশ হয়ে যেতে পারে: রিজভী

রুহুল কবির রিজভী আহমেদ।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, যথাসময়ে উপযুক্ত চিকিৎসা না হলে খালেদা জিয়ার হাত ও পা অবশ হয়ে যেতে পারে। চিকিৎসা নিয়ে ছলচাতুরি ও কালক্ষেপণ করা হচ্ছে বলেও জানান তিনি।

নির্বিচারে বিএনপি নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে গ্রেফতার করা হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, একতরফা নির্বাচনের নীল নকশার অংশ হিসেবে নেতা-কর্মীদের নামে ঢালাও মামলা দেয়া হচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version