Site icon Jamuna Television

জম্মু ও কাশ্মিরে গোলাগুলি: সেনাবাহিনী ও পুলিশের ৩ কর্মকর্তা নিহত

নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের ৩ কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে একজন কর্নেল, একজন মেজর এবং অপরজন পুলিশের কর্মকর্তা। খবর সংবাদ সংস্থা এএনআই এর।

বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় গোলাগুলির এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর একটি দল সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালায়। এ সময় তারা একটি ভবনের উপরে ওঠার সময় ভেতরে লুকিয়ে থাকা অস্ত্রধারীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন কর্নেল মনপ্রিত। অপর দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

আহতদের শ্রীনগরের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে রাজৈরে সেনা অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ২ সদস্য।

/এমএন

Exit mobile version