Site icon Jamuna Television

ভিসা-পাসপোর্ট ছাড়াই বিমানে শিশু! দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত ১০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট-ভিসা ছাড়াই কাতারের ফ্লাইটে শিশু উঠার ঘটনায় ১০ জনকে প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে একাই উঠে সিটে বসে যায় জোনায়েদ মোল্লা নামের শিশুটি। বিমান উড্ডয়নের প্রস্তুতি নেয়ার আগ মুহূর্তে জানা যায়, সে ফ্লাইটের যাত্রী নয়। এমনকি তার পাসপোর্ট কিংবা বোর্ডিং পাসও নেই।

এই ঘটনায় তখন বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়। ১৪ স্তরের নিরাপত্তা স্তর পেরিয়ে কীভাবে শিশুটি বিমানে উঠে পড়লো, তা জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

/এমএন

Exit mobile version