Site icon Jamuna Television

বিশ্বকাপ জেতার পথ বাতলে দিয়েছেন মরগ্যান-সাঙ্গাকারা

বিশ্বকাপ জেতার পথ বাতলে দিয়েছেন এউইন মরগ্যান- কুমার সাঙ্গাকারা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জিততে কী প্রয়োজন? র‍্যাঙ্কিং, অভিজ্ঞতা নাকি অন্য কিছু? এমন প্রশ্নের জবাবে নিজের অভিমত ব্যক্ত করেন এউইন মরগ্যান, কুমার সাঙ্গাকারা। ২০১৯ বিশ্বকাপ জয়ের ব্যাপারে মরগ্যান জানান, পরিকল্পনামাফিক এগিয়েছিল দল। সাঙ্গাকারার মতে, দক্ষ ক্রিকেটার দলে থাকাটাই মূল।

সাদা বলের ক্রিকেটে এখন বিশ্বের অন্যতম সেরা দল ইংল্যান্ড। গত ৮ বছরে রঙিন পোশাকে নিজেদের একেবারেই পালটে ফেলেছে ইংলিশরা। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে লজ্জাজনকভাবে বিদায় নেয়ার পর এউইন মরগ্যানের নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় থ্রি লায়ন্সরা।

স্কাই স্পোর্টসে আলাপচারিতায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানান বিশ্বকাপ জয়ের জন্য কী প্রয়োজন? মরগ্যান বলেন, আমরা ২০১৫ বিশ্বকাপে খুব বাজে খেলে বিদায় নিয়েছি, লজ্জাজনক পারফরম্যান্স ছিল। আমরা র‍্যাঙ্কিংয়ে তখন ৬/৭ এ ছিলাম, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া একটা দল ছিল। তবু আমরা সেমিতে যেতে পারিনি। পরবর্তীতে, আমরা কী ব্র্যান্ডের ক্রিকেট খেলবো, সেই পরিকল্পনা করেই এগিয়েছিলাম। সেভাবেই খেলোয়াড় নির্বাচন করা হয়েছে, সেভাবেই তাদের সুযোগ দেয়া হয়েছে। দেখা যায়, র‍্যাঙ্কিংয়ে যারা প্রথম দিকে অবস্থান করে, তাদেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি থাকে। অবশ্য ২০১১’তে ভারত ব্যতিক্রম ছিল। তাদের হোম কন্ডিশন ছিল।

আলাপচারিতায় থাকা কুমার সাঙ্গাকারা দিলেন নিজস্ব অভিমত। বললেন, বিশ্বকাপ জিততে প্রয়োজন স্কিলফুল ক্রিকেটারের। সাঙ্গাকারা বলেন, বিশ্বকাপ জিততে হলে দক্ষ খেলোয়াড়ের প্রয়োজন, যারা যেকোনো কন্ডিশনে ভালো খেলতে সক্ষম। যারা বিশ্বকাপের চাপ সামলাতে পারবে। অভিজ্ঞতাও অনেক গুরুত্বপূর্ণ। দলের সবার দুর্বলতা, শক্তিমত্তাও জানা থাকতে হবে বলে মনে করেন লঙ্কান সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকে প্রতিটা দলের। তবে সেরা দলটাই শেষ পর্যন্ত স্পর্শ করতে পারে সোনালি ট্রফিটা। জয়ের পথটা তো বাতলেই দিলেন সাঙ্গাকারা, মরগ্যানরা। এবার দেখার পালা, এই ফরমুলা ফলো করে বিশ্বকাপ জয় করতে পারে কোন্‌ দল? নাকি ভিন্ন কোনো পথে হেঁটে এবার উদযাপিত হবে বিশ্বকাপের সাফল্য?

/এএম

Exit mobile version