Site icon Jamuna Television

মেহেরপুরে ইজি বাইক উল্টে নিহত ১, আহত ৬

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে ব্যাটারি চালিত ইজি বাইক উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আমঝুপি কোলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মাসুদ মুহুরী (৫০)। তিনি গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত ফিরোজ মুহুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর কোর্টে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাসুদ। আমঝুপি কোলার মোড় এলাকায় আসলে তাদেরকে বহনকারী ব্যাটারি চালিত ইজি বাইকটি উল্টে যায়। এতে মাসুদসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ মুহুরীকে মৃত ঘোষণা করেন। বাকীদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এমএইচ /এএম

Exit mobile version