Site icon Jamuna Television

গেন্ডারিয়ায় ডিআইটি পুকুর উদ্ধারে অভিযান

রাজধানীর ডিআইটি পুকুর দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজউক। ডিআইটির পুকুর অবৈধভাবে দখল করে রাখা ভবন উচ্ছেদে পদক্ষেপ নেয়া হয়। সেখানে নির্মিত বিভিন্ন ভবন এক্সকেভেটর দিয়ে ভেঙে দেয় কর্তৃপক্ষ।

রাজউক কর্মকর্তারা জানান, কাউকে রাজউকের জমি অবৈধভাবে দখল করতে দেয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা। একইসাথে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান কর্মকর্তারা।

এটিএম/

Exit mobile version