Site icon Jamuna Television

ডিম আমদানি উন্মুক্ত করার সিদ্ধান্ত সরকারের

ফাইল ছবি

ডিম আমদানি উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে, প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। দাম নিয়ন্ত্রণে না আসলে, ব্যাপক আকারে বিদেশ থেকে ডিম আনা হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আলু ও পেঁয়াজের দামও বেঁধে দেয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা। পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা।

মন্ত্রী জানান, সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা এবং পাম তেলের দাম ৪ টাকা কমে আসবে। মহানগর থেকে উপজেলা পর্যায়ে বাজার তদারকি জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। টিপু মুনশি বলেন, ভারতে সাড়ে ৫ হাজার টন ইলিশ রফতানি করা হতে পারে।

এটিএম/

Exit mobile version