Site icon Jamuna Television

ইউরোপিয়ান কাউন্সিলের বিতর্ক আমলে নেয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন । ফাইল ফটো

অধিকার ও আদিলুর রহমান খাঁনের মতো বিচারধীন বিষয় বন্ধ করার বিষয়ে ইউরোপিয়ান কাউন্সিলের বিতর্ক আমলে নেয়ার কিছু নেই। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, এটি অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রনালয়ে তিনি বলেন, ডক্টর ইউনুসের পক্ষে কথা বলার জন্য কেউ যোগাযোগ করেনি।

নোবেলজয়ী হলেই কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ না করলে ড. ইউনুসের কোনো ভয় নেই।

কোনো ধরনের অপপ্রচার হলে বাংলাদেশ বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এটিএম/

Exit mobile version