Site icon Jamuna Television

অস্ত্রোপচার শেষে সিটিতে ফিরেছেন গার্দিওলা

ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। ছবি: এপি

অস্ত্রোপচার শেষে ম্যানচেস্টার সিটিতে ফিরেছেন পেপ গার্দিওলা। পিঠের ব্যথায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করান এই কোচ। সামাজিক মাধ্যমে এক ভিডিও আপলোড করে বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

সেখানে দেখা যায়, ক্লাবে ফেরার পথে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন গার্দিওলা। দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভোগার কারণে প্রায় মাস খানেক আগে বার্সেলোনাতে ছোট একটি অস্ত্রোপচার করাতে হয় গার্দিওলাকে। সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে এখন নিজের ক্লাবের তাঁবুতে ফিরলেন ‘ট্রেবলজয়ী’ এই ম্যানেজার।

এদিকে, আন্তর্জাতিক বিরতি শেষে আগামী শনিবার ওয়েস্টহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচ দিয়ে ডাগআউটে ফেরার কথা পেপ গার্দিওলার।

/এএম

Exit mobile version