Site icon Jamuna Television

আর্থিক কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হবে বলিউড অভিনেতা গোবিন্দকে

ওড়িশা ইকোনোমিক অফেন্সেস উইংয়ের (ইওডব্লিউ) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন বলিউড তারকা গোবিন্দ। ১ হাজার কোটি টাকার অনলাইন পঞ্জি স্ক্যামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ জিজ্ঞাসাবাদ হতে পারে বলে বলে জানিয়েছে বলিউডের বিভিন্ন সংবাদ মাধ্যম।

বিশ্বের বিভিন্ন দেশে ক্রিপ্টো কারেন্সি বিনিয়োগের আড়ালে স্কিম পরিচালনা করছে সোলার টেকনো অ্যালায়েন্স নামে একটি সংস্থা। এই প্রতিষ্ঠানের কয়েকটি প্রচারমূলক ভিডিওতে দেখা গেছে গোবিন্দকে। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করবে ইওডব্লিউ।

ইওডব্লিউ’র ইন্সপেক্টর জেনারেল জে. এন. পঙ্কজ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, গত জুলাই মাসে পুণেতে সংস্থাটির অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে যোগ দেন চলচ্চিত্র তারকা গোবিন্দ। তা ছাড়া সংস্থাটির বেশ কিছু প্রচারমূলক ভিডিওতে তাকে দেখা গেছে। গোবিন্দকে জিজ্ঞাসাবাদের জন্য খুব শিগগির মুম্বাইয়ে একটি টিম পাঠানো হবে।

তবে এ মামলায় সন্দেহভাজন কিংবা অভিযুক্ত কোনোটিই নন গোবিন্দ। তাকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এটিএম/

Exit mobile version