Site icon Jamuna Television

জামালপুরের ডিসিকে বদলি

আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেয়া জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে বদলি করা হয়েছে। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়য়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপসচিব মেহেদি হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। তার জায়গায় নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপ-পরিচাল (উপসচিব) শফিউর রহমানকে।

এর আগে, সোমবার (১১ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামালপুরের জেলা প্রশাসক বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবারও ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

এর পরই বিভিন্ন মহলে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়।

এটিএম/

Exit mobile version