Site icon Jamuna Television

আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ছবি: সংগৃহীত

আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডেলাওয়্যার ফেডারেল আদালতে মাদকসেবী অবস্থায় আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত তিনটি বিষয়ে তাকে অভিযুক্ত করেন কৌঁসুলিরা। খবর এপির।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। সেসময় তিনি কোকেনে আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন। অভিযোগে বলা হয়েছে, হান্টার বাধ্যতামূলক ফর্মে প্রত্যয়ন করেছেন– তিনি কোনো উদ্দীপক, মাদকদ্রব্য ও অন্য কোনো পদার্থের বেআইনি ব্যবহারকারী ও আসক্ত ছিলেন না। যদিও তিনি জানতেন, এই বিবৃতিটি মিথ্যা ও কাল্পনিক।

এর আগে, হান্টার বাইডেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে গত মাসে আইনজীবী ডেভিড ওয়েইসকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। ৭ সেপ্টেম্বর আদালতে দাখিল করা নথিতে ওয়েইস বলেছেন, দ্রুতবিচার আইনে হান্টার বাইডেনকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে এসব অভিযোগে অভিযুক্ত করতে আদালতের কাছে আবেদন জানাবে সরকার।

কর জালিয়াতি সংক্রান্ত অভিযোগে এরই মধ্যে তদন্ত চলছে হান্টার বাইডেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ ডলার আয়ের ওপর হান্টার বাইডেন কর দেননি। অবৈধ অস্ত্র রাখার অভিযোগও রয়েছে হান্টারের বিরুদ্ধে। অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং কর ফাঁকির অভিযোগে প্রেসিডেন্টের ছেলের এক বছর কারাদণ্ড হতে পারে।

দায় স্বীকার করে মামলা নিষ্পত্তির চেষ্টা চালিয়েছিলেন ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন। তিনি বলেছিলেন, কর ফাঁকি ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ স্বীকার করে নেবেন তিনি। এতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যেন প্রত্যাহার করা হয়। তবে গত জুলাইয়ে আদালত তার এ সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

/এএম

Exit mobile version