লিবিয়ায় ঘূর্ণিঝড়: মরদেহ উদ্ধার ছাড়াল ১১ হাজার  

|

লিবিয়ায় শত মানুষের মরদেহ সাগরে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: রয়টার্স

লিবিয়ায় প্রলয়ঙ্করী দুর্যোগে ১১ হাজারের বেশি মরদেহ উদ্ধার হলো। প্রশাসনের আশঙ্কা, সংখ্যাটি ২০ হাজার ছাড়াতে পারে। খবর রয়টার্সের।

ঘূর্ণিঝড় দানিয়েলের তাণ্ডবে মৃত্যুনগরীতে পরিণত হয়েছে লিবিয়া। এখনও নিখোঁজ ১০ হাজারের মতো বাসিন্দা। ভূমধ্যসাগর তীরের দেরনা শহর পুরোপুরি বিধ্বস্ত। দুটি বাঁধ ভেঙ্গে সুনামির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। শহরের সিংহভাগ এলাকা ভেঙ্গেচুরে ভাসিয়ে নেয় প্রবল স্রোত।

উদ্ধারকর্মীদের আশঙ্কা, নিখোঁজদের সবাই সাগরে ভেসে গেছে। তাদের মরদেহ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। ধ্বংসাবশেষ সরিয়েও চলছে তল্লাশি। গুঁড়িয়ে গেছে ২২শ’র বেশি ঘরবাড়ি-স্থাপনা। প্রশাসনের আশঙ্কা, দুর্গত এলাকাগুলোয় পরবর্তী চ্যালেঞ্জ হবে পানিবাহিত সংক্রামক রোগ মোকাবেলা। এরইমধ্যে ভুক্তভোগীদের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে দেশটির বিবদমান পক্ষগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দানিয়েলের তাণ্ডবে গত রোববার (১০ সেপ্টেম্বর) দেরনা শহরকে রক্ষাকারী দুটি বাঁধ ভেঙ্গে যায়। দেখা দেয় চরম বিপর্যয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply