Site icon Jamuna Television

কেরালায় নিপাহ ভাইরাসের বাংলাদেশি ভ্যারিয়েন্ট শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ছবি: সংগৃহীত

নতুনভাবে ‘নিপাহ ভাইরাস’ ছড়িয়েছে ভারতের কেরালায়। এরইমধ্যে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমিত ৭শ’র বেশি মানুষ। খবর রয়টার্সের।

রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, এবার ‘বাংলাদেশি ভ্যারিয়েন্ট’ দেখা গেছে কেরালায়। অর্থাৎ বাংলাদেশে ভাইরাসটির ধরন যেমন ছিলো, সেটাই এবার কেরালায় ছড়িয়েছে। এটি ততোটা ছোঁয়াচে না হলেও মৃত্যুহার বেশি। আক্রান্তদের মধ্যে ৭৭ জন রয়েছেন উচ্চ ঝুঁকিতে। যাদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নিজ বাড়িতেই কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাছাড়া, দেড় শতাধিক স্বাস্থ্যকর্মীও সংক্রমণের শিকার।

এ পরিস্থিতিতে কোঝিকোড় এলাকা লকডাউন করা হবে কিনা, তা ভেবে দেখছে রাজ্য সরকার। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের পাঠানো একটি বিশেষজ্ঞ দল পৌঁছেছে কেরালায়। বীনা জর্জ বলেন, ভাইরাসের প্রকোপ মোকাবিলায় একটি কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল কেরালায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে রাজ্যটিতে ছড়িয়েছে নিপাহ ভাইরাস। মূলত বাদুরের লালা থেকে হয় এই সংক্রমণ।

/এএম

Exit mobile version