Site icon Jamuna Television

আল ইত্তিহাদকে শীর্ষে ওঠালো বেনজেমা

আল ইত্তিহাদের ত্রাণকর্তা বেনজেমা। ছবি: সংগৃহীত

কারিম বেনজেমার একমাত্র গোলে আল আখদুকে ১-০ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ। এই জয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠেছে ক্লাবটি।

অ্যাওয়ে ম্যাচে আল আখুদদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ইত্তিহাদ। আক্রমনের সংখ্যা, বল পজেশন সব কিছুতেই এগিয়ে ছিলো বেনজেমা, কন্তে, ফ্যাবিনিয়োদের নিয়ে গড়া দলটি। কিন্তু প্রথমার্ধটা শেষ হয় গোল শূন্য স্কোর লাইনে।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে খেলে ইত্তিহাদ। ৭২ মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। হেনরি ক্যামারার কাছ থেকে পাওয়া বলে দারুণ ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক বেনজেমা। যার ফলে ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ।

/এএম

Exit mobile version