রাশিয়ার দাগেস্তানে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

|

অগ্নিকাণ্ডে বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড। ছবি: রয়টার্স

রাশিয়ার দাগেস্তানে আবাসিক এলাকার বহুতল ভবনে ছড়ালো ভয়াবহ অগ্নিকাণ্ড। ৭০ বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড। খবর রয়টার্সের।

দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পাঁচতলা ভবনটির প্রায় প্রত্যেকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে এই অগ্নিকাণ্ড। যা আগুনের সংস্পর্শে আসার পরই হয় দুর্ঘটনা। তবে বিষাক্ত গ্যাস কীভাবে ছড়ালো, সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

গত মাসেই রাশিয়ায় দাগেস্তানের একটি পেট্রোল স্টেশনে হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। যাতে প্রাণ হারান কমপক্ষে ৩৫ জন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply