লালমনিরহাট করেসপন্ডেন্ট:
লালমনিরহাটে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল নিয়ে মহাসড়কে উঠলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষ হয়।
তখন পরিস্থিতি নিয়্ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে একজন আইনজীবীর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
/এমএন

