Site icon Jamuna Television

কৃষি মার্কেটে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে জেলা প্রশাসন

সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ীরা। এই অবস্থায় সরকারি সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসকের নিকট নিজেদের নাম তালিকাভুক্ত করছেন তারা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে জেলা প্রশাসকের কার্যালয়।

পাশাপাশি ত্রাণ সহায়তাও দিচ্ছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ডাল, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দেয়া হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ভয়াবহ আগুনে তাদের অন্তত ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি তাদের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়। সরকারি সহায়তার পাশাপাশি অস্থায়ীভাবে একটি নির্দিষ্ট স্থানে ছোট পরিসরে ব্যবসা পরিচালনার দাবি জানান তারা।

/এমএন

Exit mobile version