Site icon Jamuna Television

রামসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন

গাইবান্ধার বোনারপাড়া থেকে পঞ্চগড় স্টেশন পর্যন্ত চলাচলকারী রামসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বোনারপাড়া থেকে ছেড়ে ১১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর পৌঁছায়। ফিরতি যাত্রায় বিকেল ৪টায় ছেড়ে বোনারপাড়া পৌঁছাবে রাত ৯টা ২৫ এর দিকে।

একই সাথে কমিয়ে আনা হয়েছে যাত্রাপথ। আগে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করলেও এখন পার্বতীপুর রেল স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন।

রেল কর্তৃপক্ষ জানান, যাত্রীদের ভোগান্তি ও রেলের আয়ের কথা ভেবেই নতুন সময়সূচি দেয়া হয়েছে। এর আগে, দীর্ঘ ১ যুগ বন্ধ থাকার পর চালু করা হয় রামসাগর এক্সপ্রেস ট্রেন।

/এমএন

Exit mobile version