Site icon Jamuna Television

বাজার সিন্ডিকেট নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর অবস্থানে: টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার সিন্ডিকেট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে মন্ত্রণালয়। বেঁধে দেয়া পেঁয়াজ, আলু, ডিমসহ ৩টি কৃষি পণ্যের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। ঘাটতি জনবল থাকা স্বত্ত্বেও ভোক্তা অধিকার কাজ করছে। সবাই মিলেই বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের গোলের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে।

পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়।

/এমএন

Exit mobile version