Site icon Jamuna Television

সরকারের ব্যর্থতায় সিন্ডিকেট এখন ভয়াবহ রূপে: জি এম কাদের

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই সিন্ডিকেট এখন ভয়াবহ রূপ নিয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে রংপুর নগরীর পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। বলেছেন, আলু-ডিম ও পেঁয়াজের দাম বেঁধে দেয়া হলেও এর প্রভাব পড়েনি। বরং এর চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ব্যর্থ প্রতিষ্ঠান।

বিশ্ব বাজারের উদাহরণ টেনে জাপা চেয়ারম্যান বলেন, বিশ্ব বাজারে যেকোনো জায়গার চেয়ে আমাদের দেশে দাম অনেক বেশি। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলেছিলাম। তারা দেউলিয়া হয়ে গিয়েছিল। তবুও তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে আছে।

/এমএন

Exit mobile version