Site icon Jamuna Television

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না: ফখরুল

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না বলে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রশ্ন কেন, প্রধানমন্ত্রী এ ধরনের কথা বললে অবাক হতে হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকার ও নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করে বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের চেয়েও ক্ষতিকর নতুন আইন। বিএনপি মহাসচিব গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফখরুল বলেন, আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ায় জামালপুরের ডিসিকে প্রত্যাহার আইওয়াশ। দলের লোকদের বরাদ্দ দিতেই পরিকল্পিতভাবে পুরনো মার্কেটগুলোতে আগুন দেয়া হচ্ছে বলে দাবি করেন ফখরুল।

এটিএম/

Exit mobile version