Site icon Jamuna Television

ক্রাইমিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের

ক্রাইমিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, হামলায় রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ইয়েভপাতোরিয়ার কাছে রুশ সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চলে এই হামলা। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যায় এস-৪০০ এবং এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তবে পাল্টা দাবিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনের তরফ থেকে রুশ টহলযানে হামলার চেষ্টা চালানো হলে সেগুলোও প্রতিহত করা হয়।

এটিএম/

Exit mobile version