Site icon Jamuna Television

১০০ কোটি ডলারের মাদক চালান উদ্ধার দুবাই পুলিশের

১০০ কোটি ডলারের বিশাল মাদক চালান উদ্ধার হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দুবাই পুলিশ। খবর এপির।

তারা জানায়, ৮ কোটি ৬০ লাখ পিস ক্যাপ্টাগন ট্যাবলেটের চালান জব্দ করা হয়েছে। দরজা এবং ঘর সজ্জার নানা কাঠের জিনিসপত্রের ভেতর লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল এই মাদক। ধারণা করা হচ্ছে, সিরিয়া থেকে উৎপাদিত এ মাদক আমিরাত হয়ে তৃতীয় কোনো দেশে নেয়া হচ্ছিল।

অভিযান চলাকালে কয়েকজন মাদক কারবারীকে গ্রেফতারও করে পুলিশ। তারা আন্তর্জাতিক অপরাধী চক্রের সাথে জড়িত বলে জানিয়েছে প্রশাসন। তবে চোরা-চালানকারীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এটিএম/

Exit mobile version