Site icon Jamuna Television

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

বিয়ে সম্পন্ন করেছেন টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর তাদের আকদ সম্পন্ন হয়।

জানা গেছে, এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবার ও কিছু ঘনিষ্ঠজনরা। আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে।

এর আগে, তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। তিনি বাংলাদেশি একজন শিক্ষা উদ্যোক্তা। ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে।

এটিএম/

Exit mobile version