Site icon Jamuna Television

মাদক ব্যবসার অভিযোগ অজি স্পিনার ম্যাকগিলের বিরুদ্ধে

মাদক ব্যবসার অভিযোগে গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গ্রেফতার হয়েছিলেন অস্ট্রেলিয়ার ৫২ বছর বয়সী সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

তবে গ্রেফতার হলেও আপাতত জামিনে মুক্ত আছেন তিনি। আগামী ২৬ অক্টোবর ম্যানলির স্থানীয় আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। খবর ইএসপিএনের।

তিন লাখ ৩০ হাজার ডলার দামে এক কেজি কোকেন বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। পুলিশের অভিযোগ, ২০২১ সালে অপহরণের শিকার হয়েছিলেন মর্মে পুলিশের কাছে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন ম্যাকগিল। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে পুলিশ।

উল্লেখ্য, ১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে সতীর্থ শেন ওয়ার্নের পরেই বিশ্বের দ্বিতীয় সেরা বোলার ছিলেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা এই লেগ স্পিনারের।

/এমএইচ/এটিএম

Exit mobile version