Site icon Jamuna Television

শিশু নিরাপত্তার ক্ষেত্রে সুরক্ষা দিতে ব্যর্থতা, টিকটককে জরিমানা ইইউ’র

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শিশুদের নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা দেয়ার ক্ষেত্রে ব্যর্থতার দায়ে এই সিদ্ধান্ত নেয় ইইউ এর নিয়ন্ত্রক বিষয়ক সংস্থা ডেটা প্রটেকশন কমিশন। খবর রয়টার্সের।

আয়ারল্যান্ডভিত্তিক ইইউর এ সংস্থা জানায়, দুই বছর ধরে তদন্ত করে তারা টিকটকের ব্যর্থতার বিষয়টি সামনে এনেছে। টিকটক নিয়ে ২০২১ সাালের সেপ্টেম্বরে তদন্ত শুরু করে ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। টিকটক কর্তৃপক্ষ ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং তা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কি না তদন্তে তা খতিয়ে দেখা হয়। এক্ষেত্রে টিকটকের গাফিলতি উঠে আসায় যোগাযোগ মাধ্যমটিকে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো অর্থ জরিমানা করা হয়।

/এমএন

Exit mobile version