Site icon Jamuna Television

নরসিংদীতে একাধিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

নরসিংদী করেসপন্ডেন্ট:

নরসিংদীতে ভিন্ন ভিন্ন সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় শিবপুরের শ্রীফুলিয়া এলাকায় মাইক্রবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। আহত হয় ২ জন।

পুলিশ জানায়, জরুরি সেবা থেকে কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ ও আহতদের উদ্ধার করে। আহতদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। নিহত তিন জনই পুরুষ, তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হলেও আটক করা যায়নি কাউকে।

এর আগে, রাত সাড়ে ৯টার দিকে একটি সিএনজিকে পেছন থেকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যান। আহত হয় সিএনজি চালকসহ তিন জন।
/এমএন

Exit mobile version