Site icon Jamuna Television

নিউ ইংল্যান্ড ও কানাডার উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ‘লি’

ঘুর্ণিঝড় লি আঘাত হানার আগে প্রতিরক্ষামূলক খাদে ডক করা হয়েছে নৌকা।

যুক্তরাষ্ট্র ও কানাডার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় লি। চলতি সপ্তাহেই নিউ ইংল্যান্ড ও নোভা স্কোশিয়া অঞ্চলে ঝড়টি আঘাত হানবে বলে পূর্বাভাস দিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার। খবর রয়টার্স ও সিবিএস নিউজের।

পূর্বাভাসে বলা হয়, আটলান্টিকে সৃষ্ট এ ঝড়টি ক্যাটাগরি ওয়ানে পরিণত হয়েছে। এ অবস্থায় আঘাত হানলে ঝড়ের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ মাইল। সাগরের ঢেউ পৌঁছাতে পারে ২০ ফুট উচ্চতায়, বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ পাঁচ ইঞ্চি। এতে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি। আর সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাবে বলে শঙ্কা জানানো হয়েছে।

এদিকে, ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ট্রুডো ও বাইডেন প্রশাসন। অঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

/এমএন

Exit mobile version