Site icon Jamuna Television

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিতের ঘোষণা কানাডার

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী মাসে এই আলোচনা হওয়ার কথা ছিল। কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি আলোচনা স্থগিত হওয়ার তথ্য জানান। খবর রয়টার্সের।

তবে কী কারণে ভারতের সাথে এই বাণিজ্য মিশন স্থগিত করলো কানাডা, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের সাইড লাইনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকে আপত্তি জানান নরেন্দ্র মোদি।

তবে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, খালিস্তান আন্দোলন ও কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়কে নিয়ে অটোয়ার সাথে বিবাদ দিল্লির। দীর্ঘদিন ধরেই কানাডায় সক্রিয় খালিস্তানি মুভমেন্টের কার্যক্রম। ভারতের আহ্বান স্বত্ত্বেও এই ইস্যুতে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি কানাডা।

সম্প্রতি অন্টারিওতে অনুষ্ঠিত একটি রোড শোতে তুলে ধরা হয় খালিস্তানি মুভমেন্টের বিভিন্ন কার্যক্রম। ওই ঘটনা নিয়েও হয় সমালোচনা।

/এমএন

Exit mobile version