Site icon Jamuna Television

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ডিম-আলু-পেঁয়াজ

সরকারের বেঁধে দেয়া দামে কোথাও মিলছে না ডিম, আলু ও পেঁয়াজ। প্রতিটি পণ্যই নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় ক্রেতাদের কিনতে হচ্ছে।

খুচরা বাজারে ৯ থেকে ১০ টাকা বাড়িয়ে ৪৪ থেকে ৪৫ টাকায় কিনতে হচ্ছে আলু। পেঁয়াজের বাজারেও একই চিত্র। বাড়তি দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। বদলায়নি ডিমের বাজারের পরিস্থিতি, প্রতিটি ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১২ থেকে ১৩ টাকায়। এতে দিশেহারা ভোক্তারা।

এদিকে, ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করা হয় ৩৫ থেকে ৩৬ টাকা। কোল্ড স্টোরেজে এই দাম ২৬ থেকে ২৭ টাকা। দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা ও ডিম প্রতি পিচ ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়।

/এমএন

Exit mobile version