Site icon Jamuna Television

জামিন পেলেন যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক

চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। সিএমএম আদালতের বিচারক মাজহারুল ইসলাম এই জামিন মঞ্জুর করেন।

এর আগে ৮ সেপ্টেম্বর চাঁদাবাজির মামলায় মোজাম্মেল হক চৌধুরীর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ৫ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানায় দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে গ্রেফতার করা হয়।

Exit mobile version