Site icon Jamuna Television

নতুন জঙ্গি সংগঠনের খোঁজ মিলেছে, গ্রেফতার ৩

তাওহীদুল উলূ হিয়্যাহ নামের আরও একটি নতুন জঙ্গি সংগঠনের খোঁজ মিলেছে। চার মাসে আগে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। সংগঠনটির শীর্ষ ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজিম ইউনিট।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বারিধারায় অ্যান্টি টেররিজম ইউনিটের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ডিআইজি (অপারেশন্স) মো. আলীম মাহমুদ এ তথ্য জানান। জঙ্গি সংগঠনটি ২০২৪ সালে দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করছিল বলে এ সময় জানানো হয়।

আলীম মাহমুদ আরও জানান, এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা পুরোনো কয়েকটি জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তারা সামাজিক যোগযোগমাধ্যমে বক্তব্য প্রচার করে তরুণদের উদ্বুদ্ধ করে সদস্য সংগ্রহ করছিলেন। গোয়েন্দারা নতুন এই জঙ্গি সংগঠনটির অর্থ যোগানদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

/এমএন

Exit mobile version