Site icon Jamuna Television

দেশ ফিরল টাইগাররা

এশিয়া কাপের মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছে সাকিব বাহিনী।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয় দেখে ভক্তরা ধারণা করছিলেন, এবার হয়তো শূন্য হাতেই এশিয়া কাপ থেকে বাংলাদেশ দলকে ফিরতে হবে। তবে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার ভারতের বিপক্ষে টিম টাইগার্স দারুণ এক জয় পেয়েছে। যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে চোট জর্জরিত দলের মাঝে।

সান্ত্বনার সেই জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরলেন টাইগার ক্রিকেটাররা। নিয়মরক্ষার ম্যাচটিতে ভারতকে ৬ রানে হারালেও আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল সাকিব আল হাসানদের।

/এমএন

Exit mobile version