Site icon Jamuna Television

দক্ষিণ সিটির রেডজোন: সরকারি কোয়ার্টারগুলোতেই ময়লা-আবর্জনা বেশি

ঢাকা দক্ষিণ সিটির রেডজোন ঘোষিত ওয়ার্ডের মধ্যে অবস্থিত সরকারি কোয়ার্টারগুলোই সবচেয়ে বেশি অপরিষ্কার। পরিদর্শন শেষে মেয়রের আশা, রেডজোন ঘোষণা হওয়ায় সচেতন হবেন এই ওয়ার্ডের বাসিন্দারা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হাজারিবাগের ১৪ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান মেয়র ফজলে নূর তাপস। স্টাফ কোয়ার্টারসহ কয়েকটি বাসা ঘুরে দেখেন তিনি। মশার লার্ভা না পাওয়া গেলেও ময়লা-আবর্জনার স্তুপ ও জমা পানি দেখতে পান তিনি। তাই বাসিন্দাদের সতর্ক হওয়ার আহ্বান জানান।

পরে তিনি দাবি করেন, দক্ষিণ সিটিতে খুব বেশি রোগী নেই। গতকাল সিটির ১৪ নম্বর ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেডজোন’ ঘোষণা করা হয়। প্রতি ওয়ার্ডে সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেলেই সেটি রেডজোন চিহ্নিত করার নির্দেশনা আছে।

এটিএম/

Exit mobile version