Site icon Jamuna Television

আলু বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে পুলিশে দিলেন ভোক্তা অধিদফতরের মহাপরিচালক

আলু বিক্রিতে অনিয়মের দায়ে মুন্সিগঞ্জের এক ব্যবসায়ীকে পুলিশে দিয়েছেন ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের রিভার ভিউ কোল্ডস্টোরেজ পরিদর্শন করেন তিনি। এসময় এক ব্যবসায়ীর রশিদ ছাড়া ও বাড়তি দামে আলু বিক্রি হাতেনাতে ধরা পড়ে। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে আহ্বান জানান তিনি।

এ সময় মহাপরিচালক বলেন, বেধে দেয়া দামে আলু-ডিম ও পেঁয়াজ বিক্রি নিশ্চিতে বাজার তদারকি আরও জোরদার করা হবে। পর্যায়ক্রমে রংপুর, বগুড়াসহ বিভিন্ন স্থানেও অভিযান চালানো হবে।

বিকেলে আলু ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক।

/এনকে/এটিএম/

Exit mobile version