Site icon Jamuna Television

নেইমারের অভিষেক ম্যাচে গোল উৎসব আল হিলালের

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের অভিষেকের দিনে আল রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছে আল হিলাল। সৌদি প্রো লিগে অভিষেক ম্যাচে গোল না পেলেও সতীর্থদের গোল করতে সহায়তা করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। এই জয়ে প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আল হিলাল।

এদিন প্রথম থেকে মাঠে নামেননি নেইমার। ম্যাচের ৬৪ মিনিটে আরেক ব্রাজিলিয়ান অলিভিয়েরার পরিবর্তে মাঠে নামার সাথে সাথেই সমর্থকরা ফেটে পড়েন আনন্দে। আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল আল হিলাল। নেইমারকে পেয়ে আক্রমণের তীব্রতা বাড়ে ক্লাবটির। ব্রাজিলিয়ান এই তারকার ফ্লিক থেকে বল পেয়ে গোল করেন আলদাওসারি।

ম্যাচের ৮৪ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান স্বদেশী ম্যালকম। এর পরে পেনাল্টি পায় আল হিলাল। স্পটকিক থেকে স্কোর লাইন ৫-০ করেন আলদাওসারি। দলের হয়ে ষষ্ঠ গোলটিও করেন এই উইঙ্গার। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে সান্ত্বনাসূচক গোল পায় আল রিয়াদ।

/আরআইএম

Exit mobile version