Site icon Jamuna Television

ওয়েস্টহ্যামের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিলো ম্যানসিটি

ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় ছিনিয়ে নিলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখলো সিটিজেনরা।

প্রথমার্ধে সিটির ফরোয়ার্ডরা গোল মিসের প্রদর্শনী করছিলেন। ম্যাচে সিটির রক্ষণের ভুল কাজে লাগিয়ে প্রথম গোলটা পায় ওয়েস্টহ্যাম। ৩৬ মিনিটে জেমসের ওয়ার্ডের গোলে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। ম্যাচের ৪২ মিনিটে হালান্ড সহজ সুযোগ নষ্ট করলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পেপ গার্দিওয়ালার দল।

বিরতি থেকে ফিরেই ৪৬ মিনিটে গোল করেন ডোকু। তার বাঁকানো শটে বল জালে জড়ালে সমতায় ফেরে সিটি। সিটির দ্বিতীয় গোলেও অবদান ছিল আলভারেজের। ডি–বক্সের বাইরে থেকে তার ভাসানো বলে গোল করে দলকে লিড এনে দেন বার্নাদো সিলভা। ম্যাচের ৮৬ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন হালান্ড।

/এমএন

Exit mobile version