Site icon Jamuna Television

ব্রাজিলে বিমান বিধ্বস্ত: ১৪ আরোহীর সবাই নিহত

ব্রাজিলে আমাজন বনাঞ্চলের ওপর একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪ আরোহীর সবাই। নিহতদের তালিকায় রয়েছেন দুই জন ক্রু। দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

সংস্থাটি জানায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) ঝড়ো আবহাওয়ার মধ্যে জনপ্রিয় পর্যটন নগরী বার্সেলোয় অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে বলা হয়, ভারি বৃষ্টিপাতের কারণে পাইলটের দৃষ্টিসীমা আটকে যাচ্ছিল। সে কারণেই অনিয়ন্ত্রিত হয়ে পড়ে ছোট্ট বিমানটি। যাত্রীদের সবাই ব্রাজিলীয়।

আরও জানায়, ডাবল ইঞ্জিনের ‘ইএমবি-ওয়ান হান্ড্রেড টেন’ বিমানটির নির্মাতা দেশীয় প্রতিষ্ঠান। রাজধানী থেকে ৯০ মিনিটের যাত্রার পর পর্যটন নগরীতে পৌঁছাতে হয়। একই সময় আরও দুটি বিমান বার্সেলোয় অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পাল্টায়।

/এমএন

Exit mobile version