Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, বৃদ্ধ নিখোঁজ

মুন্সিগঞ্জ করেসপন্ডেন্ট:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা সামছুউদ্দিন বেপারী (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের বাসিন্দা।

রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তৈয়ব আলী জানান, সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙ্গি নৌকায় ধলেশ্বরী নদী পাড়ি দিচ্ছিলেন। এ সময় একটি খালি বাল্কহেডের ধাক্কায় তার নৌকাটি ডুবে যায়। রোববার দুপুর পর্যন্ত তার খোঁজ মেলেনি।

এ বিষয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো.নাছির উদ্দিন বলেন, বিষয়টি অবগত আছি। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়েছে ।

/এনকে/এটিএম

Exit mobile version