Site icon Jamuna Television

নাটোরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলায় মো. বেনজামিন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রোববার (১৭ সেপ্টেম্বর) নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত বেনজামিন একই উপজেলার বিহারকোল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১৩ সালের ৭ আগস্ট বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া এলাকায় এক নারীকে ধর্ষণ করে আসামি বেনজামিন। ওইদিনই ভুক্তভোগী বাদী হয়ে বাগাতিপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।

/এনকে/এটিএম

Exit mobile version