Site icon Jamuna Television

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এরমধ্যে কক্সবাজারের চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে মারা গেছেন ৭ জন।

সকালে চকরিয়ার বরইতলি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় লেগুনাটির। এতে ঘটনাস্থলেই মারা যান ৪ জন। হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় আরও ৩ জনের। নিহতরা সবাই লেগুনার যাত্রী।

এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী।
এছাড়া ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেলের এক আরোহীর।

গাজীপুরে বাসের চাপায় প্রাণ গেছে এক মোটর সাইকেল আরোহীর।

Exit mobile version