Site icon Jamuna Television

দাম কমল আইফোনের, কোন কোন মডেল পাওয়া যাবে সস্তায়?

সম্প্রতি লঞ্চ হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ সিরিজ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) অ্যাপল ক্যালিফর্নিয়াতে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে এই নতুন সিরিজ উন্মুক্ত করে। নতুন এই সিরিজে রয়েছে আইফোন ১৫, ১৫ প্লাস, ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স।

অনেকেই আশায় ছিলেন, নতুন আইফোনের ঘোষণা এলে হয়তো বাজারে আইফোনের আগের মডলের দাম কিছুটা হলেও কমবে। অবশেষে তাদের সেই অপেক্ষার প্রহর বুঝি শেষ হয়েছে। নতুন আইফোন লঞ্চের ফলে কমেছে আইফোন ১৪, ১৪ প্লাস ও আইফোন ১৩’র দাম।

ইতোমধ্যেই ভারতের বাজারে এ মূল্য তালিকার প্রভাব পড়তে শুরু করেছে। সেদশের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনই এক মূল্য তালিকা প্রকাশ করেছে। তাদের মূল্য তালিকা অনুযায়ী, ভারতীয় রুপিতে আইফোন ১৪, ১৪ প্লাস ও আইফোন ১৩’র দাম ১০ হাজার রুপি করে কমেছে বলে জানা গেছে। তবে বাংলাদেশে এই মূল্য তালিকার কেমন প্রভাব পড়বে সেটি দেখার বিষয়। কারণ দেশে অ্যাপল অনুমোদিত কোনো স্টোর নেই।

এটিএম/

Exit mobile version