Site icon Jamuna Television

ওমরাহ পালনে নারীদের ড্রেস কোড নির্ধারণ করলো সৌদি আরব

ওমরাহ পালনে নারীদের পোশাক সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে সৌদি আরব। ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনে নারীদের পোশাক নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর অ্যারাবিয়ান বিজনেসের।

সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়, মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় মুসলিম নারীদের পছন্দসই পোশাক পরিধানের অধিকার রয়েছে। তবে মানতে হবে তিনটি বিধি। পুরো শরীর ঢেকে রাখে এমন পোশাক পরতে হবে। সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে। তাতে থাকতে পারবে না কোনো আলংকারিক উপাদান।

উল্লেখ্য, বর্তমানে চলছে ওমরাহ পালনের মৌসুম। সে কারণেই নারীদের পোশাক নিয়ে এলো নতুন ঘোষণাটি।

/এএম

Exit mobile version